9/11 or NOTE BANDI or টাকার মহামারি or Black Many

08 November 2016

আজ ১৬ দিন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হল । Bank এ  লাইন শেষ হবার নাম নেই। আমি আমার ২৫০০ টাকা ১ টি ১০০০ ও ৩ টি ৫০০ টাকার নোট এখনো Bank এ জমা দিতে পারলাম না। আজ পর্যন্ত মৃত সংখ্যা পরিসংখ্যায় বলছে ৬০ জন। অবশ্য এর বেশি হবেই......। 

এই যে কালো টাকার জন্য এই পদক্ষেপ সরকার নিল তা কি সত্যি হবে বাস্তবে ???? 
দেখা যাক সরকার কি তাদের পরিকল্পনা কতদূর সত্যি করতে পারে!!!!!!! 

এই সময় কত ভাবেই না কালো  টাকা টাকা সাদা করার চেষ্টা করছে লোকে

১. গরিব দের A/C No টাকা ভরে দিয়ে এতে ১০ থেকে ২৫ % টাকা কমিশন দিয়ে এই কারবার রমরমা চলছে।
২. যার কালো টাকা আছে তারা অবশ্যই বড়ো কারাবার আছে। তার ওখানে নিশ্চয় অনেক লোক কাজ করে । তাদের কাজের লোক জনদের অগ্রিম ৬মাস থেকে ১ বছরের বেতন দিয়ে দিছে।
৩. কেউ কেউ অগিম অল্প সুদে বা বিনা সুদে ধার দিছে গরিব লোকদের ।
বলতে গেলে শেস হবেনা এত রকম ভাবে কালো টাকার  সাদা করার চেষ্টা চলছে......